অনভিজ্ঞ একটি দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই নতুনদের নিয়ে দল গঠন করেছিলেন কোচ পিটার বাটলার। ফলে প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স দেখানো কঠিন হবে, তা আগে থেকেই অনুমেয় ছিল। বাস্তবে ঠিক সেটাই ঘটেছে।
দুই ম্যাচেই ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ফলে জয়শূন্য থেকেই দুবাই সফর শেষ করতে হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল, কিন্তু প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে দলটি। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও, প্রতিপক্ষ আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়।
এই সফরে দলের নতুন খেলোয়াড়রা আন্তর্জাতিক ফুটবলের কঠিন বাস্তবতা অনুধাবন করেছেন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভুল পরিকল্পনার কারণে নারী ফুটবল দলের উন্নতির বদলে হতাশার চিত্রই ফুটে উঠেছে। কোচ পিটার বাটলার তরুণ দল নিয়ে আশাবাদী থাকলেও, ফলাফল বলছে ভিন্ন কথা।
এই ব্যর্থ সফর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নারী ফুটবল উন্নয়নে আরও পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা এখন স্পষ্ট হয়ে উঠেছে।