পেসারদের জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট এবার নতুন এক ইতিহাস গড়ল। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-২০-এ এক ইনিংসে পুরো ২০ ওভারই বোলিং করলেন স্পিনাররা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথমবার। একইসঙ্গে এটি টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র তৃতীয় ঘটনা। ইতিহাস গড়া এই ম্যাচে জয় পেয়েছে জো রুট, মুজিব-উর রহমান এবং দুনিথ ভেল্লালাগের দল পার্ল রয়্যালস।
গতকাল পার্লের বোল্যান্ড পার্কে লো স্কোরিং ম্যাচে মুখোমুখি হয়েছিল পার্ল রয়্যালস ও প্রিটোরিয়া ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে পার্ল ২০ ওভারে ৪ উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। জো রুট একাই ৭৮ রান করেন, সাথে ডেভিড মিলারের ২৯ রান ছিল উল্লেখযোগ্য। জবাবে প্রিটোরিয়া ক্যাপিটালসকে ১২৯ রানে আটকে দেয় পার্ল, পুরো ইনিংসে একমাত্র স্পিনাররাই বল করেন। ১১ রানের এই জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে পার্ল।
পার্লের হয়ে পাঁচজন স্পিনার বোলিং করেন এবং তাদের মধ্যে চারজন উইকেট নেন। মুজিব-উর রহমান, জো রুট ও বর্ন ফরচুইন দুটি করে এবং দুনিথ ভেল্লালাগে একটি উইকেট দখল করেন। প্রিটোরিয়ার পক্ষে সর্বোচ্চ রান আসে উইল জ্যাকসের (৫৬) ব্যাট থেকে। তবে দলের বাকিরা স্পিন ঘূর্ণির মুখে ব্যর্থ হন।
ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল পার্ল রয়্যালসের স্পিনারদের পুরো ২০ ওভার বোলিং। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন ঘটনা এবারই প্রথম। এর আগে দুইবার টি-টোয়েন্টিতে এমন কিছু দেখা গেছে। ২০১৯ সালে শ্রীলঙ্কার ঘরোয়া লিগে এবং ২০২৩ সালে এশিয়ান গেমসে।
এই জয়ের মাধ্যমে পার্ল ৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের শীর্ষে অবস্থান করছে। তাদের পেছনে ২১ পয়েন্ট নিয়ে রয়েছে এমআই কেপটাউন। স্পিনের এই দুর্দান্ত প্রদর্শনী এসএ-২০ টুর্নামেন্টে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করল।