জয়সওয়ালকে আউট দেওয়া নিয়ে শুরু হওয়া বিতর্কে এবার কথা বলেছেন স্নিকো প্রযুক্তির আবিষ্কারক ওয়ারেন ব্রেনান। তার মতে, স্নিকো হালকা স্পর্শ ধরতে সবসময় সক্ষম নয়। এই ঘটনার ক্ষেত্রেও স্নিকো কোনো শব্দ শনাক্ত করেনি, যা প্রমাণ করে শরফুদ্দৌলা সৈকতের সিদ্ধান্ত ভুল ছিল না।
ব্রেনান জানিয়েছেন, “এই শটটিতে কোনো শব্দ হয়নি। আমি অডিও পরিচালকের সঙ্গে কথা বলেছি, তিনিও নিশ্চিত করেছেন। সম্ভবত হট স্পট ব্যবহার করলে বিষয়টি আরও পরিষ্কার হতো।”
বিতর্কিত এই সিদ্ধান্তের পর ভারতের গণমাধ্যম ও সমর্থকরা বাংলাদেশি আম্পায়ারের সমালোচনায় মুখর ছিলেন। তবে স্নিকো কর্তৃপক্ষের এই ব্যাখ্যা নিশ্চিতভাবেই সেই বিতর্কের ইতি টানতে সাহায্য করবে।
উল্লেখ্য, ৮৪ রানে আউট হওয়া জয়সওয়ালের বিদায়ের পর ভারতের দ্বিতীয় ইনিংস দ্রুত গুটিয়ে যায়। ১৮৪ রানে ম্যাচ হারায় তারা এবং সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে পড়ে। শুক্রবার সিডনিতে পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্ট শুরু হবে।