স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ ৮ বছরেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নজরুল ইসলাম ও উপাচার্য এস এম হাসান তালুকদার শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত ৫৯৯ কোটি টাকার প্রকল্প ২৮ জানুয়ারি পরিকল্পনা কমিশনের সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে মহাসড়ক অবরোধের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি।