চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে বুধবার সন্ধ্যায় “আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে” বার্তা ভেসে ওঠে। ঘটনাটি স্থানীয়দের নজরে আসার পর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশাসনকে বিষয়টি জানালে সাইনবোর্ডটি বন্ধ করে দেওয়া হয়। উপজেলা প্রশাসন তদন্তের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে। সহকারী পুলিশ সুপারসহ স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এলাকাবাসীকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। এর আগে, দেশের বিভিন্ন জায়গায় ডিজিটাল সাইনবোর্ডে এমন বার্তা দেখা গেছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।