ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। বৃহস্পতিবার সকালে বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে। তবে সৌরভসহ তার সফরসঙ্গীরা অক্ষত আছেন, কারও কোনো চোট লাগেনি।
ঘটনাটি ঘটে হুগলির দাদপুর এলাকায়, যখন সৌরভের গাড়িবহরের সামনে থাকা একটি লরি হঠাৎ ব্রেক কষে। সৌরভের গাড়ির চালক সতর্ক থাকায় দ্রুত ব্রেক কষতে সক্ষম হন, তবে তার পেছনের দুটি গাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দাদপুর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, সৌরভের গাড়ির কোনো ক্ষতি হয়নি, এবং গাড়িবহরের অন্য দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনায় কোনো চালক বা যাত্রী আহত হননি।
দুর্ঘটনার পর নির্ধারিত সূচি অনুযায়ী সৌরভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যান। গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নানা প্রশ্নের উত্তর দেন। এরপর তিনি বর্ধমানের মোহনবাগান মাঠ ও রাধারাণী স্টেডিয়াম পরিদর্শন করেন।
বর্ধমান ক্রীড়া সংস্থার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সৌরভ বলেন, “বর্ধমানে এসে দারুণ লাগছে। অনেক দিন ধরেই এখানে আসার আমন্ত্রণ পাচ্ছিলাম। অবশেষে আসতে পারলাম। জেলা থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার কাজ আরও জোরদার করতে হবে।”
অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়িয়ে সৌরভের সফর নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, যা তার ভক্ত-সমর্থকদের জন্য স্বস্তির খবর।