এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের প্রস্তুতির জন্য জাতীয় ফুটবল দল মার্চের প্রথম সপ্তাহে সৌদি আরবে ক্যাম্প করতে যাচ্ছে। ২১ ও ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ড শেষ হওয়ার পর জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ক্যাম্পের জন্য খেলোয়াড়দের তালিকা ঘোষণা করবেন।
২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকায় পাঁচ দিনের অনুশীলন শেষে ৫ মার্চ সৌদি আরবে যাবে দল। তবে এই ক্যাম্পে অন্যতম তারকা খেলোয়াড়, ইংলিশ লিগের ফুটবলার হামজা চৌধুরীকে পাওয়া যাবে না।
বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াই শুরু হবে ২৫ মার্চ ভারতের বিপক্ষে, ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলংয়ে। বাফুফে সূত্রে জানা গেছে, হামজা সরাসরি ভারতের শিলংয়ে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন। তবে ক্লাব থেকে আগেভাগে ছাড়পত্র পেলে তিনি ঢাকায় এসে দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পেও অংশ নিতে পারেন।
জাতীয় ফুটবল দল ১৭ বা ১৮ মার্চ সৌদি ক্যাম্প শেষ করে দেশে ফিরবে এবং ২০ মার্চ শিলংয়ে রওনা হবে। হামজা যদি আগেভাগে ঢাকায় আসতে পারেন, তবে তিনি ক্যাম্পে যোগ দেবেন। অন্যথায়, সরাসরি ভারতেই দলের সঙ্গে মিলিত হবেন।
বাফুফে জানিয়েছে, যখনই হামজা বাংলাদেশে আসবেন, তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে।