সৌদি আরবের রিয়াদের আল-আওয়াল স্টেডিয়ামে জমজমাট এক লড়াইয়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ইতালিয়ান সুপারকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপা জিতল এসি মিলান। ম্যাচের নাটকীয়তা এবং রোমাঞ্চপূর্ণ প্রত্যাবর্তন একে ক্লাসিকাল ইতালিয়ান ব্যাটেল হিসেবে চিহ্নিত করেছে।
প্রথমার্ধের যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের অসাধারণ দক্ষতায় এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইরানের তারকা মেহেদি তারেমি ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলের লিডে অনেকেই ধরে নিয়েছিলেন শিরোপা এবারও ইন্টারের ঘরে যাচ্ছে।
তবে এসি মিলান ভেঙে পড়েনি। ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্দেজ চমৎকার এক ফ্রি-কিকে ব্যবধান কমান। এরপর যুক্তরাষ্ট্রের উইঙ্গার ক্রিশ্চিয়ান পুলিসিকের গোল স্কোরলাইন সমতায় ফেরায়। ম্যাচের যোগ করা সময়ে ইংলিশ স্ট্রাইকার ট্যামি আব্রাহামের শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে এসি মিলান।
এই ঐতিহাসিক জয় এসি মিলানের জন্য ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। দলের বাজে পারফরম্যান্সের কারণে কোচ পরিবর্তন করে সের্হিও কন্সিকাওকে দায়িত্ব দেয় ক্লাব। তার অধীনে দ্বিতীয় ম্যাচেই এসি মিলান সুপারকাপ শিরোপা ঘরে তুলল, যা ২০১৬ সালের পর তাদের প্রথম এবং সব মিলিয়ে অষ্টম শিরোপা।
এই রোমাঞ্চকর মিলান ডার্বি ফুটবলপ্রেমীদের মনে বহুদিন জাগিয়ে রাখবে ইতালিয়ান ফুটবলের চিরায়ত প্রতিদ্বন্দ্বিতার কথা।