চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের জন্য। ভারতের বিপক্ষে ৬ উইকেটের হারে সেমিফাইনালের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এখনও আশার আলো একেবারে নিভে যায়নি। কঠিন সমীকরণ থাকলেও লড়াই চালিয়ে যেতে হবে টাইগারদের।
‘এ’ গ্রুপের সব দলই ইতোমধ্যে একটি করে ম্যাচ খেলেছে। যেখানে জয় তুলে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড, অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান হেরেছে। সমান ২ পয়েন্ট করে পেলেও নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে নিউজিল্যান্ড, দ্বিতীয় স্থানে ভারত, আর বাংলাদেশ আছে তিন নম্বরে। পাকিস্তান আরও বাজেভাবে হেরে আছে তালিকার একদম নিচে।
এখন প্রশ্ন, এখান থেকে বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারে? সমাধান খুব সহজ নয়। বাকি দুই ম্যাচেই জয় পেতে হবে টাইগারদের। তবে যদি শুধু পাকিস্তানের বিপক্ষে জিততে পারে, তাহলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে। পাশাপাশি নেট রানরেটের কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে।
যদি বাংলাদেশ নিউজিল্যান্ড ও পাকিস্তান—দুই দলকেই হারাতে পারে, তাহলে তাদের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ডও যদি একটি করে ম্যাচ জেতে, তবে তিন দলের পয়েন্ট হবে সমান, এবং সেমিফাইনালের টিকিট নির্ধারিত হবে নেট রানরেটের ওপর ভিত্তি করে। কিন্তু যদি বাংলাদেশ শুধু পাকিস্তানকে হারায়, তাহলে সেমিতে যাওয়ার আশা প্রায় অসম্ভব হয়ে যাবে, কারণ তখন ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে।
সময়ের হিসেবে, টাইগারদের সামনে আর মাত্র দুটি সুযোগ—২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। উভয় ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। এখন দেখার বিষয়, বাংলাদেশ এই কঠিন সমীকরণ সামলাতে পারে কি না!