কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে মিয়ানমারের আরাকান আর্মি দুটি ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ট্রলারগুলো টেকনাফ থেকে রওনা দেয়, কিন্তু নির্ধারিত সময়ে সেন্ট মার্টিনে পৌঁছায়নি।
পরে জানা যায়, আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে, তবে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারেননি।