কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শায়রী, বিচ ভ্যালি, এবং কিংশুক রিসোর্টের মোট ৩০টি কক্ষ ধ্বংস হয়ে যায়।
দ্বীপবাসীরা অভিযোগ করেছেন যে, দ্বীপে ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়, ফলে বড় ধরনের ক্ষতি হয়। স্থানীয় বাসিন্দা নুর মুহাম্মদ জানান, “ময়লা পোড়ানোর আগুন থেকেই প্রথমে শায়রী রিসোর্টে আগুন লাগে এবং তা দ্রুত অন্য রিসোর্টগুলোতে ছড়িয়ে পড়ে।”
স্থানীয় লোকজনের সঙ্গে কোস্টগার্ড, নৌবাহিনী, ট্যুরিস্ট পুলিশ, এবং বিজিবি সদস্যদের প্রচেষ্টায় দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, “দ্বীপে ফায়ার সার্ভিসের অভাবের কারণে এমন বড় ক্ষতি হয়েছে।” দ্বীপের আরেক বাসিন্দা আবুল কালাম সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, “অন্তত দ্বীপের মানুষের নিরাপত্তার জন্য ফায়ার স্টেশন স্থাপন করা জরুরি।”
এই অগ্নিকাণ্ড দ্বীপবাসীর জন্য এক বড় ধাক্কা হয়ে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।