বাবর আজমের ব্যাটে যেন দীর্ঘদিন ধরেই সেঞ্চুরির জোয়ার নেই। টানা ২১ ওয়ানডে ইনিংসে তিন অঙ্কের দেখা পাননি পাকিস্তানের এই ব্যাটিং তারকা। অথচ ওয়ানডেতে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনিই। তবে সেঞ্চুরির খরা চললেও বাবর রেকর্ড বইয়ে নিজের নাম তুলতে পিছিয়ে নেই।
গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তিনি ছুঁয়ে ফেললেন হাশিম আমলার এক দুর্দান্ত রেকর্ড। ওয়ানডেতে দ্রুততম ৬,০০০ রানের তালিকায় এখন আমলার সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন বাবর। মাত্র ১২৩ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ৬,০০০ রান করা ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিনি, আগের রেকর্ডটি ছিল সাঈদ আনোয়ারের (১৬২ ইনিংস)।
এর আগে বাবর সবচেয়ে দ্রুততম ৫,০০০ রান করার কীর্তিও গড়েছিলেন, যেখানে তাঁর প্রয়োজন হয়েছিল মাত্র ৯৭ ইনিংস। বর্তমানে ওয়ানডেতে তাঁর ব্যাটিং গড় ৫৫.৭৩, যা ৬,০০০ রান স্পর্শ করার সময়কার মধ্যে সর্বোচ্চ। এর আগে মাইকেল বেভান এই তালিকায় শীর্ষে ছিলেন ৫৪.৭০ গড় নিয়ে।
ওয়ানডেতে ৬,০০০ রানের ক্লাবে বাবর ১১তম পাকিস্তানি ব্যাটসম্যান। তবে ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ ও শহীদ আফ্রিদি ছাড়া আর কেউই তাঁর চেয়ে কম বয়সে এই অর্জনে পৌঁছাতে পারেননি। বাবরের বয়স এখন ৩০ বছর ১২২ দিন।
এখনও পর্যন্ত তাঁর ওয়ানডে সেঞ্চুরি সংখ্যা ১৯, যা পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তালিকার শীর্ষে থাকা সাঈদ আনোয়ারের চেয়ে তিনি মাত্র একটি সেঞ্চুরি দূরে। তাছাড়া, ওয়ানডেতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুবার টানা তিনটি সেঞ্চুরির হ্যাটট্রিক করার কৃতিত্বও রয়েছে তাঁর।
সাম্প্রতিক সময়ে শতরানের দেখা না পেলেও পরিসংখ্যান বলছে, বাবর আজম এখনো পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান। হয়তো শিগগিরই তিনি তাঁর পুরোনো ফর্ম ফিরে পেয়ে নতুন উচ্চতায় পৌঁছাবেন।