চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ছয় উইকেটের ব্যবধানে পরাজয়ের এই ম্যাচে উজ্জ্বল ছিলেন তাওহিদ হৃদয়, যিনি দুর্দান্ত সেঞ্চুরি করেন। তবে ইনিংসের শেষদিকে চোটের কারণে সেরা পারফরম্যান্স দিতে না পারায় আক্ষেপ থেকে গেছে তার মনে।
বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং ধসে পড়ে মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারানোর পর। তখন জাকের আলি ও হৃদয় দলকে বিপদ থেকে টেনে তোলেন। তাদের অসাধারণ ব্যাটিংয়ে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়ে, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কোনো দলের ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। একইসঙ্গে ভারতের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশ দলের সর্বোচ্চ ষষ্ঠ উইকেট জুটির রেকর্ডও এটি।
জাকের ৬৮ রান করে আউট হলেও হৃদয় তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তবে ব্যাটিংয়ের শেষদিকে তার পায়ে টান পড়ে, ফলে স্বাভাবিকভাবে খেলতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় জানান, চোটের কারণে অন্তত ২০-৩০ রান কম হয়েছে, যা ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত।
টস জিতে ব্যাটিং নেওয়া প্রসঙ্গে হৃদয় বলেন, দল আগেই সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে ব্যাটিং করার। তবে শুরুতে উইকেট হারানোর কারণে পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তবু তাদের মূল লক্ষ্য ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর গড়া, যা শেষ পর্যন্ত কিছুটা হলেও সফল হয়েছে।