বিপিএলের চলমান আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। আজ (বুধবার) চিটাগং কিংসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন তিনি। যদিও সেঞ্চুরির খুব কাছে গিয়ে থামতে হয়েছে তাকে, তবে তামিমের এ নিয়ে কোনো আক্ষেপ নেই।
ম্যাচ শেষে তামিম বলেন, ‘যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ। সেঞ্চুরি হতে পারত, তবে সেটা নিয়ে ভাবিনি। গুরুত্বপূর্ণ হলো ইনিংসটা শেষ পর্যন্ত টেনে নিয়ে দলকে জয় এনে দেওয়া।’
নিজের ব্যাটিং পরিকল্পনা সম্পর্কে তামিম জানান, ‘শুরুতে কিছুটা সময় নিয়েছি। আমি আর লিটন দাদা পরিকল্পনা করেছিলাম ধীরে শুরু করে পরে বাজে বলগুলো কাজে লাগাব। সেই পরিকল্পনাতেই এগিয়েছি এবং সফল হয়েছি।’
এবারের বিপিএলে তামিম এরই মধ্যে ২৯টি ছক্কা মেরে নতুন এক রেকর্ড গড়েছেন। এটি বাংলাদেশি কোনো ক্রিকেটারের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। তার সামনে এখন শুধু রয়েছেন ক্রিস গেইল। ক্যারিবীয় কিংবদন্তির ৪৭ ছক্কার রেকর্ড প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি এমন কিছু নিয়ে ভাবি না। সামনে আরও দুটি ম্যাচ আছে। চেষ্টা করব নিজের স্বাভাবিক খেলাটা ধরে রাখার।’
বিপিএলের পর জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে মাঠে নামবেন তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ভিন্ন ফরম্যাট। সেখানে শুরুতে একটু বেশি সময় পাওয়া যায়। তাই এখানে পাওয়ার প্লেতে নিজের সময় নিয়ে খেলার অভ্যাস করছি, যা সামনে কাজে আসবে।’
তামিমের ধারাবাহিক পারফরম্যান্সে দলের সাফল্য যেমন বাড়ছে, তেমনি তার ব্যক্তিগত রেকর্ডগুলোও নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে।