বিপিএলের প্রথম পর্বে ঢাকার পিচে রানের ছড়াছড়ি দেখে সিলেটেও একইরকম পিচের আশা করছেন ফরচুন বরিশালের কাইল মায়ার্স।
সিলেটে আজ অনুশীলন শেষে মায়ার্স বলেন, ‘‘উইকেট ভালো মনে হচ্ছে। ঢাকার মতো এখানেও বড় রান হবে বলে আশা করছি।’’
গত ম্যাচের হার নিয়ে খুব বেশি ভাবছেন না মায়ার্স। তিনি বলেন, ‘‘আমাদের দল ভালো। টুর্নামেন্টের শুরুতে এমন হতেই পারে। লক্ষ্য এখন পরিকল্পনা অনুযায়ী খেলায় ফেরা।’’
বরিশালের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার সিলেটে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।