সিরিয়ায় নতুন ইসলামপন্থি নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা গত তিন দিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। রোববার (২৬ জানুয়ারি) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই পলাতক সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের কর্মকর্তা। পশ্চিম হোমস অঞ্চলে গুরুতর লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল।
সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা অভিযানে নতুন সুন্নি ইসলামপন্থি জোটের নিয়ন্ত্রণাধীন সশস্ত্র গোষ্ঠীর কয়েক ডজন সদস্যও গ্রেফতার হয়েছে। এ গোষ্ঠীগুলো বিশৃঙ্খলা ও অস্ত্রের বিস্তার ঘটিয়ে পুরনো নির্যাতনের প্রতিশোধ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।