বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স ও প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি চলছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছিল, সিমন্স আর দায়িত্বে থাকছেন না।
কিন্তু বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে জানা গেছে ভিন্ন তথ্য। বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, কোচিং স্টাফের পারফরম্যান্স নিয়ে বোর্ড সন্তুষ্ট এবং তাদের চুক্তির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা চলছে।
ফাহিম বলেন, “হেড কোচের মাঠের বাইরের আচরণ, দল পরিচালনা এবং অন্যান্য কার্যক্রম বোর্ডের পছন্দ হয়েছে। তাই বিসিবি তার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক।”
গুঞ্জন রয়েছে, সিমন্স ও সালাউদ্দিনের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়াতে আগ্রহী বিসিবি। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তবে দল দীর্ঘমেয়াদে স্থিতিশীল পরিকল্পনার আওতায় এগোবে।