বলিউডের দুই সুপারস্টার সালমান খান এবং সঞ্জয় দত্ত একে অপরের সাথে আবারও স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন, তবে এবার সেটা একটি বিগ বাজেটের হলিউড থ্রিলার সিনেমায়। এ সিনেমায় তারা ক্যামিও চরিত্রে অভিনয় করবেন।
এরা দুজনই দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের হৃদয়ে নিজের স্থান তৈরি করেছেন, সালমান খান তার ‘ভাইজান’ ইমেজ ও একাধিক হিট সিনেমার জন্য পরিচিত, যেমন ‘দাবাং’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’। অন্যদিকে সঞ্জয় দত্ত, যিনি ‘সঞ্জু বাবা’ নামেও পরিচিত, তার অসংখ্য আইকনিক সিনেমার মাধ্যমে দর্শকের কাছে বিশেষ জায়গা দখল করে রেখেছেন, বিশেষ করে ‘মুন্না ভাই এম.বি.বি.এস.’ এবং ‘বস্থব’।
এই দুই অভিনেতা একসঙ্গে আগে ‘সাজন’ এবং ‘দশ’ সিনেমায় অভিনয় করেছেন, এবং ক্যামিও চরিত্রে তাদের উপস্থিতি ‘ওম শান্তি ওম’ এবং ‘সন অফ সর্দার’ সিনেমায় ছিল। এবার তাদের একসাথে উপস্থিতি হলিউডের একটি বড় বাজেটের থ্রিলারে, যেখানে তারা ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সৌদি আরবের আল উলা স্টুডিওতে শুটিং করেছেন। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এই সিনেমা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও ভক্তরা নিশ্চিত যে, তারা যে চরিত্রেই অভিনয় করুন না কেন, ‘ভাইজান’ এবং ‘সঞ্জু বাবা’ আবারও প্রমাণ করবেন তাদের অটুট জনপ্রিয়তা।
এদিকে, সালমান খান ২০২৫ সালের ঈদে ‘সিকান্দার’ সিনেমায় তার উপস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তার বিপরীতে থাকছেন রাশমিকা মান্দান্না। সঞ্জয় দত্তও ‘বাঘি ৪’ সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করবেন, যা আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে।