জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান দেশে বৈষম্য, দারিদ্র্য এবং ক্ষুধামুক্ত একটি নতুন সমাজ প্রতিষ্ঠায় সকলকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এখানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস, যারা সকলেই দেশের নাগরিক।
ডা. রহমান মিরপুরের একটি রেস্টুরেন্টে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা যদি দ্বীনি শিক্ষা দ্বারা আলোকিত হয়, তবে সমাজে প্রকৃত পরিবর্তন আসবে। পাশাপাশি তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে আলেম-উলামাদের ওপর অত্যাচারের কথা উল্লেখ করে বলেন, “এই সময়ে দেশে অনেক অত্যাচার হয়েছে, অথচ অপরাধীরা শান্তিপূর্ণভাবে চলাফেরা করেছে।”
তিনি তার গ্রেফতারের স্মৃতিচারণ করে বলেন, তাকে এমনভাবে গ্রেফতার করা হয়েছিল যেন তিনি কোনো বড় অপরাধী। এই ইফতার মাহফিলে জামায়াতের বিভিন্ন শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং রমজান মাসে পণ্য বিক্রির সাশ্রয়ী উদ্যোগের উদ্বোধন করেন জামায়াত নেতা সেলিম উদ্দিন।