ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা শ্যামলী পরিবহনের আরেকটি বাসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় সম্পূর্ণ পুড়ে যাওয়া গাড়িগুলো সড়ক থেকে সরানোর কাজ চলছে।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।
এই দুর্ঘটনায় সড়কটি কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়।