দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত সাবেক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলমের বাসা থেকে প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার করেছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অনুসন্ধান চলছিল। ২৭ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সহায়তায় তার বাড়িতে অভিযান চালানো হয় এবং বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়।
সূত্র জানায়, অভিযান চালানোর খবর আগেই জানতে পেরে সাইফুল আলম টাকা সরানোর চেষ্টা করেন। তিনি একটি গাড়িতে বিপুল পরিমাণ টাকা তুলে পালানোর চেষ্টা করলেও, পরিস্থিতির চাপে তা সম্ভব হয়নি। পরে যৌথ বাহিনী গাড়িতে থাকা টাকার সন্ধান পেয়ে দুদককে খবর দেয়। দুদক ঘটনাস্থলে গিয়ে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করে।
উদ্ধার করা অর্থ ও অন্যান্য জব্দকৃত আলামত আদালতে উপস্থাপন করা হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানের নামে থাকা অ্যাকাউন্টও স্থগিত করা হয়।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছিল। দুদকের গোয়েন্দা সেল গোপন তদন্ত চালিয়ে তার বিপুল সম্পদের খোঁজ পায়।
এর আগে গত ১১ সেপ্টেম্বর ডিজিএফআইয়ের সাবেক এই প্রধানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। বর্তমানে তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এ ঘটনায় আরও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।