বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার থেকে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামান জানান, লকারে পাওয়া গেছে ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৫৫ হাজার পাউন্ড এবং ৭০ লাখ টাকার স্থায়ী আমানতের রসিদ।
এর আগে ১৯ জানুয়ারি ধানমন্ডিতে এসকে সুরের বাসায় অভিযান চালিয়ে নগদ ১৬ লাখ ২৫ হাজার টাকা, ৪ কোটি ৪৫ লাখ টাকার সঞ্চয়পত্র, বীমার নথি এবং তিনটি ফ্ল্যাটের তথ্য উদ্ধার করা হয়।
দুদক জানায়, কর ফাঁকির অভিযোগে এসকে সুর, তার স্ত্রী এবং মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এছাড়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনি নজরদারিতে ছিলেন।
সম্পদ বিবরণ জমা না দেওয়ায় এসকে সুর এবং তার পরিবারের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।