সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে গেল। এটি নিয়ে ১১৬তমবারের মতো প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হলো। আদালত আগামী ১৫ এপ্রিল নতুন তারিখ ধার্য করেছেন।
রোববার (২ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত সময় বাড়িয়ে নতুন তারিখ ঘোষণা করেন।
এই বহুল আলোচিত মামলায় মোট আটজন আসামি রয়েছেন, যার মধ্যে রয়েছেন রুনির বন্ধু তানভীর রহমান এবং বাড়ির নিরাপত্তারক্ষীসহ আরও কয়েকজন। একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও এখন পর্যন্ত কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকায় নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন সকালে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
হত্যার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। প্রথমে থানার এক এসআই মামলাটির তদন্ত শুরু করলেও চারদিন পর তা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় ধরে তদন্ত করেও কোনো কুল-কিনারা করতে না পারায়, আদালতের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটির দায়িত্ব র্যাবের কাছে দেওয়া হয়। কিন্তু এতদিন পরও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি সংস্থাটি, যা নিহতদের পরিবারের জন্য দীর্ঘ অপেক্ষার প্রহর বাড়িয়ে তুলেছে।