ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চেক প্রতারণার অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ১৯ জানুয়ারি রোববার আদালত এই আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিব আল হাসানের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এবং সে ঋণের বিপরীতে দুটি চেক ইস্যু করা হয়। কিন্তু চেক দুটি ব্যাংকে জমা দিলে তাতে পর্যাপ্ত অর্থ না থাকায় সেগুলি ডিজঅনার হয়ে যায়। দুই চেকের পরিমাণ প্রায় চার কোটি পনেরো লাখ টাকা।
এই মামলায় সাকিবসহ তার প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে মামলার অপর দুই আসামি আদালতে হাজির হলেও সাকিবসহ তিনজন আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।