ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা বরাবরই উত্তেজনার কেন্দ্রবিন্দু। তবে সাম্প্রতিক সময়ে ভারতের সামনে একের পর এক পরাজয়ের মুখ দেখেছে পাকিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত শর্মার দলের বিপক্ষে সুবিধা করতে পারেনি তারা। এমন অবস্থার মাঝেই ভারতকে ৩০ ম্যাচের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক।
পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাকলাইন বলেন, “ভারত যদি সত্যিকারের সেরা দল হয়ে থাকে, তাহলে আমাদের সঙ্গে ১০টি টেস্ট, ১০টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি খেলুক। তাহলেই বোঝা যাবে, কারা সত্যিকার অর্থে শক্তিশালী!” অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন আরেক কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হকও।
পাকিস্তানের বর্তমান পারফরম্যান্স বেশ হতাশাজনক। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও জয় না পেয়ে গ্রুপপর্বেই বিদায় নিয়েছে দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানের হার, ভারতের কাছে ৬ উইকেটে পরাজয় এবং বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ব্যর্থতার পাল্লা আরও ভারী হয়েছে। তবে সাকলাইনের বিশ্বাস, সঠিক প্রস্তুতি ও পরিকল্পনার মাধ্যমে পাকিস্তান আবারও বিশ্ব ক্রিকেটে বড় শক্তি হয়ে উঠতে পারে।
ভারত-পাকিস্তান দ্বৈরথ একসময় নিয়মিত হলেও, ২০১২ সালের পর থেকে রাজনৈতিক ও কূটনৈতিক কারণে দুই দলের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। তখন ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় পাকিস্তান। এরপর থেকে তাদের লড়াই সীমাবদ্ধ রয়েছে কেবল আইসিসি ও এসিসির টুর্নামেন্টগুলোতে।
সাকলাইনের ছুড়ে দেওয়া এই চ্যালেঞ্জ ভারত গ্রহণ করবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে ক্রিকেটপ্রেমীরা যে দুই দলের আরও বেশি লড়াই দেখতে চান, তা বলার অপেক্ষা রাখে না।