সাইফ আলি খান সম্প্রতি একটি হামলার শিকার হয়েছিলেন, যার ফলে তার শিরদাঁড়ায় আড়াই ইঞ্চির ছুরির আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করা হয়, এবং প্রায় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু গত মঙ্গলবার, সাইফ সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন, যেখানে তার বাঁ হাতে ব্যান্ডেজ এবং সাদা শার্ট, জিন্স পরা ছিল। সুস্থ হওয়ার পর, তিনি পাপারাজ্জিদের উদ্দেশে হাত নাড়িয়ে স্বস্তির ইঙ্গিত দেন।
তবে, সাইফের এই সুস্থতার ব্যাপারে শিবসেনার প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘‘যার অস্ত্রোপচার হয়েছে, তিনি কীভাবে নাচতে নাচতে বাড়ি ফিরলেন?’’ তিনি আরও দাবি করেন, ‘‘চিকিৎসাবিজ্ঞান এতটা উন্নতি করেছে যে সাইফ একেবারে সুস্থ হয়ে গেলেন? তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো উচিত, তিনি ঠিক কতটা আহত ছিলেন।’’
সঞ্জয়ের মন্তব্যের পর, শিবসেনার বর্তমান নেতা আনন্দ দুবে পাল্টা বলেন, সঞ্জয়কে নিজের মাথার চিকিৎসা করানোর পরামর্শ দেন।