ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানি, যিনি বর্তমানে অভিনয়ে অনিয়মিত এবং ব্যবসার প্রতি বেশি মনোযোগী, সোশ্যাল মিডিয়ায় দেশের সয়াবিন তেল সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরেই সয়াবিন তেলের অভাব অনুভূত হচ্ছে, এবং রমজান আসার পর তা আরও তীব্র হয়ে উঠেছে।
ওমর সানি তার ফেসবুক পোস্টে লিখেছেন, “হঠাৎ করে সয়াবিন তেল উধাও হয়ে যাওয়ার মানে হল, এখনো আপনাদের হারামিপনা কমেনি।” তিনি বলেন, “এই সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে, এমনকি গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর কোনো উপায় নেই।”
এছাড়া তিনি সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি না করার আহ্বান জানিয়ে বলেন, “যারা এমন করছেন, তারা একদিন সব হারাবেন—লিভার, কিডনি, ক্যানসার, পরিবার, সব কিছু।”
সাম্প্রতিক সময়ে ‘ডেডবডি’ ও ‘সোনার চর’ সিনেমায় অভিনয় করা ওমর সানি তার সামাজিক ও জাতীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে এই ধরণের মন্তব্য করেন, যা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।