চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে, যা প্রতিপক্ষ দলগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেট ব্যক্তিত্বরা দাবি করছেন, এক ভেন্যুতে খেলার সুবিধা নিয়ে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, যদি ভারত পাকিস্তানের মাটিতে খেলত, তাহলে তারা আরও বেশি রান করতে পারত।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, কিন্তু রাজনৈতিক সম্পর্কের জটিলতার কারণে ভারত সেখানে খেলতে যায়নি। তাই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইতে। এই সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসেন ও মাইক আথারটন সমালোচনা করেছেন, দাবি করেছেন ভারতের জন্য এটি বাড়তি সুবিধা।
তবে গাঙ্গুলি মনে করেন, পাকিস্তানের উইকেট দুবাইয়ের চেয়ে বেশি সহায়ক। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের এক অনুষ্ঠানে তিনি বলেন, “পাকিস্তানের উইকেট ব্যাটসম্যানদের জন্য বেশি সহায়ক। সেখানে খেললে ভারত আরও বড় স্কোর গড়তে পারত।”
পরিসংখ্যানও গাঙ্গুলির দাবিকে সমর্থন করে। পাকিস্তানের লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির উইকেটে এখন পর্যন্ত সাতটি ম্যাচে আটটি সেঞ্চুরি ও ১৭টি হাফসেঞ্চুরি হয়েছে, যেখানে দুবাইতে তিনটি ম্যাচে মাত্র তিনটি সেঞ্চুরি দেখা গেছে।
এই বিতর্কের মধ্যেই ভারতীয় দল তাদের দাপুটে পারফরম্যান্স দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচগুলোতে এই আলোচনা কীভাবে প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।