চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন দলের সিনিয়র ক্রিকেটাররা। বিশেষ করে বাবর আজমের অফফর্ম নিয়ে কথা বলেছেন অনেক সাবেক ক্রিকেটার। এরই মধ্যে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এই সিদ্ধান্তের পর বাবরের বাবা আজম সিদ্দিকী সমালোচকদের কঠোর ভাষায় জবাব দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সাবেক ক্রিকেটারদের উদ্দেশে বলেন, “যারা অতীত হয়ে গেছেন, তারা আর খেলতে পারবেন না। তাই তাদের মন্তব্যের আগে নিজেদের পারফরম্যান্সও দেখা উচিত।”
তিনি আরও বলেন, বাবর আজম আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ছিলেন, অথচ তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তিনি আত্মবিশ্বাসী যে বাবর দ্রুতই মাঠে ফিরে আসবেন এবং নিজের যোগ্যতার প্রমাণ দেবেন।
এদিকে, বাবরের পারফরম্যান্স নিয়ে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও তীব্র সমালোচনা করেছেন। ভারতের বিপক্ষে ম্যাচের পর তিনি বাবরকে ‘ভুল হিরো’ বেছে নেওয়ার জন্য দায়ী করেন এবং তার মানসিকতার কড়া সমালোচনা করেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবরের ব্যাটিং নিয়ে অনেক আলোচনা হলেও তার পরিবার তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে। এখন দেখার বিষয়, বাবর কীভাবে এই সমালোচনার জবাব দেন—মাঠের পারফরম্যান্সে নাকি অন্য কোনো উপায়ে।