সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প ও কর্মসূচির তহবিল থেকে দীর্ঘ ১৬ বছরে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ উঠেছে। তিনি বরগুনা সদর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণ করা জমির একাংশ ক্ষমতার বলে নিজের নামে দখলে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করেন। এ ছাড়া, তার সম্পত্তি দ্রুত বৃদ্ধি পায়, যা ২০০৮ সালের নির্বাচনের হলফনামা ও ২০২৩ সালের হলফনামার তুলনাতেই স্পষ্ট।
শম্ভুর বিভিন্ন অনিয়মে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধিতার অভিযোগও পাওয়া গেছে, যদিও অনেক নথিপত্র গায়েব থাকার কারণেও পরিষ্কার উত্তর মেলে না।