বিপিএলের আজকের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হারতে হয়েছে খুলনা টাইগার্সকে। সিলেট প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে তোলে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। জবাবে খুলনার ব্যাটাররা বেশ ভালোই লড়াই করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।
খুলনার হয়ে শেষদিকে নাওয়াজ ১৮ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন, আর অঙ্কন ১৬ বলে করেন ২৮ রান। ম্যাচের শেষে আবু হায়দার রনির ৬ বলে ১৪ রানের ক্যামিও ইনিংসও দলের ভাগ্য বদলাতে পারেনি। একটি ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি, যা খুলনার জয়ের স্বপ্ন ভেঙে দেয়।
ম্যাচ শেষে আক্ষেপ নিয়ে রনি বলেন, “আসলে আউটটা মেনে নিতে পারিনি। বলটা ছক্কা হলে ম্যাচটা হয়তো আমাদের হয়ে যেত। আমার নিজের ওপর বিশ্বাস ছিল যে পারব। আরেকটু ভালো ব্যাটে লাগলে হয়তো ছক্কা হয়ে যেত। পরিস্থিতিটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল।”
শেষদিকে অঙ্কনের সঙ্গে তার পরিকল্পনা নিয়ে রনি বলেন, “অঙ্কনের সঙ্গে কথা হচ্ছিল যে, আমরা দু’জনই পাওয়ারহিটার। আমাদের বিশ্বাস ছিল ম্যাচটা আমরা জিততে পারব। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। ইনশাআল্লাহ, পরের ম্যাচে ভালো করার চেষ্টা করব।”
খুলনার পরবর্তী প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এ নিয়ে রনি জানান, “প্রতিটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রংপুর ভালো দল এবং কঠিন প্রতিপক্ষ। আমাদের সেরাটা খেলতে হবে। আগের দুটি ম্যাচে ভালো খেলেও জিততে পারিনি। তবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব।”
মাঝের বিরতি প্রসঙ্গে রনি বলেন, “বিরতি মোমেন্টামের জন্য একটু সমস্যা হতে পারে। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের মনোবল ভাঙা ঠিক না। আমরা জানি কোথায় ভুল হয়েছে। সেগুলো নিয়ে কাজ করব, যাতে পরের ম্যাচে জয় নিশ্চিত করতে পারি।”
খুলনা টাইগার্স এখনো প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী। রনির বক্তব্যে স্পষ্ট, তারা পরের ম্যাচে নিজেদের ভুল শুধরে সেরাটা দিতে প্রস্তুত।