ইংলিশ প্রিমিয়ার লিগের উত্তেজনাপূর্ণ এক ম্যাচে এভারটনের বিপক্ষে অবিশ্বাস্যভাবে ফিরে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর শেষ মুহূর্তে ব্রুনো ফার্নান্দেস ও ম্যানুয়েল উগার্তের গোলে ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে রুবেন অ্যামোরিমের দল।
শনিবার গুডিসন পার্কে স্বাগতিক এভারটনের বিপক্ষে শুরুটা মোটেও ভালো হয়নি ম্যানইউর। ১৯ মিনিটে দলের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে গোল করেন এভারটনের স্ট্রাইকার বেতো। এরপর ৩৩ মিনিটে আবদুলায়ে ডুকুরের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা, যা ইউনাইটেডের জন্য ম্যাচে ফেরাকে আরও কঠিন করে তোলে।
তবে দ্বিতীয়ার্ধে নিজেদের ফিরে পায় ম্যানইউ। ৭২ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে ব্যবধান কমান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। এরপর ৮০ মিনিটে উগার্তের অসাধারণ শটে সমতায় ফেরে রেড ডেভিলস।
খেলার শেষ মুহূর্তে বড় ধাক্কা খাওয়ার শঙ্কায় ছিল ম্যানইউ। ৯৫ মিনিটে ডি-বক্সের মধ্যে হ্যারি ম্যাগুয়েরের হালকা ধাক্কায় পড়ে যান এভারটনের অ্যাশলি ইয়াং, ফলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু ভিএআর পর্যালোচনার পর রেফারি অ্যান্ড্রু ম্যাডলি সিদ্ধান্ত পরিবর্তন করেন, যা এভারটন সমর্থকদের মধ্যে হতাশার জন্ম দেয়।
এই ড্রয়ের ফলে ২৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৫তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ১৪তম স্থানে এভারটন।
ম্যাচ শেষে ম্যানইউ কোচ রুবেন অ্যামোরিম দলের প্রথমার্ধের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে বলেন, “আমরা একদমই ভালো খেলিনি। কোনো চাপ ছাড়াই বল হারাচ্ছিলাম, যা কোনোভাবেই কাম্য নয়। আমাদের তিন পয়েন্ট দরকার ছিল, কিন্তু আমরা ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারিনি।”
এ ম্যাচের পরপরই জানা গেছে, ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবারের মতো এভারটন পয়েন্ট টেবিলে ম্যানইউর ওপরে অবস্থান করছে, যা ইউনাইটেড ভক্তদের জন্য বাড়তি হতাশার কারণ হতে পারে।