একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে বার্সেলোনা শেষ মুহূর্তে দুর্দান্ত এক কমব্যাক করে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-২ গোলে পরাজিত করে আবার শীর্ষে উঠে এসেছে। ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর, ইনজুরি সময়ে বার্সেলোনার তরুণদের ঝলকে ম্যাচের মোড় ঘুরে যায়।
৭২ ও ৭৮ মিনিটে বার্সেলোনা দুই গোল করে সমতায় ফিরে, এরপর ইনজুরি সময়ে লামিনে ইয়ামাল এবং ফেরান তোরেস আরও দুটি গোল করে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে। এই জয়ে বার্সেলোনা আবার শীর্ষে উঠে এসেছে, ২৭ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬০, রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেতিকো মাদ্রিদকে পিছনে ফেলে তারা শিরোপার দৌড়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।
প্রথমার্ধে গোল হয়নি, কিন্তু ৪৫ মিনিটে অ্যাতলেতিকোর হুলিয়ান আলভারেজ বার্সেলোনাকে চ্যালেঞ্জের মুখে ফেলে। এরপর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে অ্যাতলেতিকোকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু বার্সেলোনা তাদের জয়ের রেশ ধরে অবশেষে শীর্ষে ফিরলো।