স্প্যানিশ কোপা ডেল রে-র কোয়ার্টার ফাইনালে দারুণ এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ লেগানেসকে ৩-২ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। ম্যাচের নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে, ৯৩তম মিনিটে গোল করে রিয়ালকে জয় এনে দেন তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া।
বুধবার বাটারকু স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। ১৭তম মিনিটে লুকা মদ্রিচ ও ২৫তম মিনিটে এনদ্রিকের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। তবে ৩৯তম মিনিটে রিয়াল ডিফেন্ডার জাকোবো রামনের হ্যান্ডবলের কারণে লেগানেস পেনাল্টি পায়, যা থেকে হুয়ান ক্রুজ গোল করে ব্যবধান কমান।
বিরতির পর লেগানেস ঘুরে দাঁড়ায়। ৫৯তম মিনিটে ক্রুজের একটি ডিফ্লেক্টেড শট রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনকে পরাস্ত করে স্কোরলাইন সমতায় নিয়ে আসে। এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়াচ্ছিল, তখনই বদলি খেলোয়াড় ব্রাহিম দিয়াজের দারুণ এক ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন গার্সিয়া। এই গোলেই নিশ্চিত হয় রিয়ালের জয় এবং সেমিফাইনালে তাদের জায়গা।
আগামী শনিবার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে রিয়াল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইয়ে নামবে দলটি। তাই কোচ কার্লো আনচেলত্তি কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম ও থিবো কুর্তোয়ার মতো মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন।
দলে একাধিক ইনজুরি সমস্যা থাকায় রিয়ালের ডিফেন্স কিছুটা দুর্বল ছিল। দানি কারভাহাল, এডার মিলিতাও, আন্তোনিও রুডিগার ও ডেভিড আলাবার মতো গুরুত্বপূর্ণ ডিফেন্ডারদের অনুপস্থিতিতে প্রথমবারের মতো সিনিয়র দলে সুযোগ পান ২০ বছর বয়সী জাকোবো রামন।
তবে ম্যাচের শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও, গোলরক্ষক লুনিনের দুর্দান্ত কিছু সেভ ও গার্সিয়ার শেষ মুহূর্তের গোল রিয়ালকে এনে দেয় দারুণ এক জয়।