শেরে বাংলার উইকেট নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ছিল রান তুলতে কষ্ট হয়। তবে এবার সেই ধারণা ভেঙে দিলো প্রাইম ব্যাংক। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে রেকর্ড গড়ে ৪২২ রানের পাহাড়সম স্কোর করেছে দলটি। নাইম শেখের দুর্দান্ত ১৭৬ রানের ইনিংসেই গড়ে ওঠে বিশাল সংগ্রহ।
জয়ের জন্য বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন শুরু থেকেই চাপে পড়ে যায়। দলটির হয়ে আইচ মোল্লাহ লড়াই করলেও তার ৯৬ রানের ইনিংস জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২৪৯ রানে গুটিয়ে যায় ব্রাদার্স, ১৭৩ রানের বিশাল জয় পায় প্রাইম ব্যাংক।
এ ম্যাচে প্রাইম ব্যাংকের ৪২২ রান বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে। এই জয়ে দলটি নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিলো, আর শেরে বাংলা স্টেডিয়ামও দেখলো এক রানবন্যার ম্যাচ।