অবশেষে বহু প্রতীক্ষার পর হামজা চৌধুরীর দলবদলের গল্প পূর্ণতা পেল। লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন এই বাংলাদেশি মিডফিল্ডার। প্রিমিয়ার লিগ ছেড়ে এবার তাকে দেখা যাবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে, যেখানে তার মূল চ্যালেঞ্জ হবে শেফিল্ড ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে ফেরানো।
শেফিল্ড ইউনাইটেড হামজাকে বরণ করেছে তার বাংলাদেশি পরিচয়কে সামনে রেখে। লাল-সবুজ পতাকা নিয়ে একটি ভিডিও পোস্টের মাধ্যমে তারা এই তারকাকে পরিচয় করিয়েছে ‘বাংলাদেশি ব্লেড’ নামে। শেফিল্ড ইউনাইটেডের সমর্থকদের কাছে জনপ্রিয় ‘দ্য ব্লেডস’ ডাকনামের সঙ্গে মিল রেখেই এই বিশেষ উপাধি দেয়া হয়েছে তাকে।
নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হামজা চৌধুরী। তিনি বলেন, “আমি দারুণ খুশি এবং উত্তেজিত। শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। দলকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
শেফিল্ড ইউনাইটেড আপাতত ইংলিশ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে রয়েছে। টেবিলের শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে উন্নীত হয়। এছাড়া তৃতীয় থেকে ষষ্ঠ স্থান পাওয়া দলগুলো কোয়ালিফিকেশনে অংশ নেয়। শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার শুরু থেকেই হামজার খেলায় মুগ্ধ ছিলেন। ২০২৩ সালে ওয়াটফোর্ডে ধারে খেলার সময় তার প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে দলে টানার পরিকল্পনা করেছিলেন। এবার সেই সুযোগ কাজে লাগালেন তিনি।
লেস্টার সিটিতে কোচের পরিকল্পনায় জায়গা না পাওয়ায় নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হামজা। তার এই যাত্রা কেবল শেফিল্ড ইউনাইটেডের জন্য নয়, বরং বাংলাদেশি সমর্থকদের জন্যও গর্বের বিষয়। এখন দেখার অপেক্ষা, নতুন ক্লাবে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন।