ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার সাব্বির রহমানের শৃঙ্খলাভঙ্গের বিষয়টি প্রকাশ্যে আনে তারই দলের কোচ খালেদ মাহমুদ। জানা যায়, সাব্বির দলের অনুমতি ছাড়াই অনুশীলনে অনুপস্থিত ছিলেন। এ ঘটনার জেরে তাকে ম্যাচ থেকে বিরত রাখার সিদ্ধান্তও জানিয়েছিলেন কোচ। তবে এ নিয়ে সাব্বির সংবাদমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন।
চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে সাব্বির ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন। ছয় নম্বরে নেমে মাত্র ৩৩ বলে অপরাজিত ৮২ রান করেন। তার বিধ্বংসী ইনিংসে ছিল ৯টি ছক্কা এবং ৩টি চার। তবে এই অসাধারণ ইনিংসের পরও তার দল ঢাকা ক্যাপিটালস হেরে যায়।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাব্বির বলেন, তিনি অনুপস্থিতির কারণ কোচকে আগেই জানিয়েছিলেন। তার ভাষায়, “আমি কোচকে বলেছিলাম যে পারিবারিক সমস্যার কারণে অনুশীলনে থাকতে পারব না। কিন্তু হয়তো বিষয়টি তিনি ঠিকভাবে বুঝতে পারেননি। তবে দলের অভ্যন্তরীণ বিষয়গুলো সংবাদমাধ্যমে আনা উচিত নয়।”
নিজের শৃঙ্খলাজনিত বিতর্ক নিয়ে সাব্বির বলেন, “ছোটবেলা থেকেই নানা বিষয় সামলে আসছি। বড় হয়ে কীভাবে সামলাব তা আমি জানি। তবে আমার পেছনে কিছু লোক লেগে থাকে। শৃঙ্খলার অভিযোগ বরাবরই উঠে আসে, যদিও আমি নিজেকে শোধরানোর চেষ্টা করি। তবে আমার কাজ মাঠে পারফর্ম করা, সেটাই আমি করছি।”
জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনও দেখেন সাব্বির। তিনি বলেন, “আমি নিয়মিত অনুশীলন করছি। ফিটনেস ঠিক আছে। যদি কয়েকটি ভালো ইনিংস খেলতে পারি, নির্বাচকরা নিশ্চয়ই আমাকে সুযোগ দেবেন। তখন আমি জাতীয় দলে ভালো খেলার চেষ্টা করব।”
সাব্বিরের এই ইনিংস তার আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানান তিনি। জাতীয় দলে ফেরার লক্ষ্যে সাব্বির নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন। সময়ই বলে দেবে, তিনি তার লক্ষ্য পূরণ করতে পারবেন কি না।