ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সময় মেজাজ হারিয়ে লাল কার্ড দেখা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনহার শাস্তি আরও বাড়িয়ে দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাকে তিন ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৫০ হাজার পাউন্ড (প্রায় ৭৮ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। ফলে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ঘরোয়া ফুটবলে মাঠে নামতে পারবেন না তিনি।
গত ১ মার্চ এফএ কাপের ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে গোল করলেও শেষ মুহূর্তে প্রতিপক্ষের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে লাল কার্ড দেখেন কুনহা। শুধু তাই নয়, ম্যাচ রেফারি, সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গেও তর্কে জড়ান তিনি। এর ফলে উলভারহ্যাম্পটন ম্যাচটিতে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে পরাজিত হয়।
এটি চলতি মৌসুমে কুনহার দ্বিতীয়বার নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া। এর আগে ডিসেম্বরে ইপচউইচ টাউনের বিপক্ষে খেলায় প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের কারণে তিনি দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। বর্তমানে উলভার প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৭তম স্থানে রয়েছে, যার ফলে দলটির রেলিগেশন শঙ্কা বাড়ছে।
বর্তমানে জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ব্যস্ত রয়েছেন কুনহা। ফেব্রুয়ারিতে তার সঙ্গে নতুন করে সাড়ে তিন বছরের চুক্তি করেছে উলভারহ্যাম্পটন। চলতি মৌসুমে তিনি ক্লাবটির হয়ে ২৯ ম্যাচে ১৫ গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। তবে এভারটন, সাউদ্যাম্পটন ও ওয়েস্ট হামের বিপক্ষে পরবর্তী তিন ম্যাচে দলকে তার অনুপস্থিতি মেনে নিতে হবে।