যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আসন্ন প্রশাসন সাজানোর কাজ করছেন। এই প্রশাসনে তিনি তার প্রতি সর্বাধিক বিশ্বস্ত রিপাবলিকানদের নিয়োগ দিতে চাইছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী, ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী এবং ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমকে স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের প্রধান পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছেন।
এছাড়া, ফ্লোরিডার কংগ্রেস সদস্য মাইকেল ওয়াল্টজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং নিউইয়র্কের কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে জাতিসংঘে রাষ্ট্রদূত করতে যাচ্ছেন।
ট্রাম্পের প্রশাসনের উচ্চপদে আরও থাকবেন স্টিফেন মিলার এবং আরকানসাসের গভর্নর মাইক হাকাবি। ট্রাম্প বলেন, তার আগের প্রশাসনের বড় ভুল ছিল অবিশ্বস্ত লোকদের নিয়োগ দেওয়া। এবার তিনি শুধুমাত্র তার বিশ্বস্ত ব্যক্তিদের নিয়োগ দিতে চান।