নতুন বছর শুরু হতেই খুলনায় শীতের প্রকোপ বেড়েছে। ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে শহর ছিল ধোঁয়াশায় আচ্ছন্ন। বেলা ২টার দিকে সূর্যের দেখা মেলে। খুলনায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।
দিনমজুর মো. কালাম বলেন, “কাজের খোঁজে বের হলেও শীত আর কুয়াশার কারণে কিছুই পাচ্ছি না।” অটোরিকশা চালক মো. সরোয়ার বলেন, “যাত্রী নেই, আয়ের চেয়ে তেলের খরচ বেশি।”
আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান জানান, “মঙ্গলবার থেকে কুয়াশার প্রকোপ কমতে পারে।” ততদিন পর্যন্ত জনজীবনে দুর্ভোগ চলতেই থাকবে।