নতুন বছরের শুরুতেই উত্তরের নীলফামারীসহ সারা অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। রাতের কুয়াশা আর সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরের ফ্লাইট চলাচলে দেরি হচ্ছে। তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয়, দিনের আগে প্লেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা, বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা বিপদে পড়েছেন।