কক্সবাজারের উখিয়ায় ছয় বছরের এক শিশুকে অপহরণ করে মাটিতে পুঁতে মুক্তিপণ দাবির অভিযোগে দুই রোহিঙ্গা যুবক নুর ইসলাম (২১) ও মো. সালাম (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে কুতুপালং রোহিঙ্গা শিবিরের এফ ব্লক থেকে জেলা পুলিশ ও এপিবিএনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযুক্তরা শিশুটিকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে রেখে পরিবার থেকে মুক্তিপণ দাবি করেছিল। পুলিশের দ্রুত তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।