চাকরিতে পুনর্বহালের জন্য প্রশাসনের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে আমরণ অনশনে বসেছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।
আজ (১৪ জানুয়ারি) সকাল থেকে তারা ঢাকা শহরের সচিবালয়ে ১নম্বর গেটের বিপরীতে উসমানী উদ্যানের কাছে রাস্তায় অবস্থান নিয়েছেন। আন্দোলনরত এসআইরা তাদের দাবি জানিয়েছেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে তারা এই আমরণ কর্মসূচি চালিয়ে যাবেন। এ সময় কয়েকজন এসআই কাফনের কাপড় পরেও অবস্থান নিতে দেখা গেছে।
এদিকে, আন্দোলনকারীরা জানান, গত রাতে স্বরাষ্ট্র সচিবের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও পুনর্বহালের বিষয়ে কোনো আশ্বাস পায়নি তারা। তাই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তারা এই আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন।