জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ২২ জন ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে শাহবাগে সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের পদত্যাগ দাবি করেন। আহতরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভর্তি থাকা সত্ত্বেও তারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না এবং নার্সরা সময়মতো উপস্থিত থাকছেন না। বারবার এ বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান মেলেনি। তাদের আন্দোলনের কারণে
শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে রাস্তা মুক্ত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অভিযোগের পর খাবারের মেন্যু পরিবর্তন এবং এক নার্সকে শোকজ করা হয়েছে। পরিস্থিতি শান্ত করতে হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয়টি সমাধানের চেষ্টা করছে।