ঢাকা শোবিজ ইন্ডাস্ট্রিতে বছর শুরুর দিকে বিয়ের খবর যেন থামছেই না। জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং গায়িকা-অভিনেত্রী সাবরিনা পড়শীর পর, এবার বিয়ের ঘোষণা দিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত শাম্মী ইসলাম নীলা।
নিউ ইয়ারের শুরুতেই সামাজিক মাধ্যমে বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে নীলা এই সুখবর নিশ্চিত করেছেন। ছবিগুলোর মধ্যে নীলা বিয়ের সাজে একটি লেহেঙ্গা পরেছিলেন এবং তার বর শেরওয়ানি পরিহিত ছিলেন। তবে, নীলা স্বামীর পরিচয় উল্লেখ করেননি।
১৩ জানুয়ারি, দুপুর ৩টার দিকে ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে নীলা লিখেছেন, “এটা সহজ ছিল না, তবে আমরা সহজ করেছি এবং বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছি।”
নীলার বিয়ের খবরটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার সাজ-পোশাকের প্রশংসা করছেন।
প্রসঙ্গত, নীলা ফেসবুক ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ছিলেন এবং ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’ প্রতিযোগিতায় জয়ী হন। মডেলিংয়ের পাশাপাশি তিনি শোবিজের বিভিন্ন অঙ্গনে কাজ করছেন।