শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস আবারো পরাজয়ের মুখে পড়েছে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তাদের টানা ছয় ম্যাচে হারের পর এবারও জয় মিললো না। যদিও সিলেটের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে বোলারদের ব্যর্থতায় ঢাকা ১৯৩ রানের বড় সংগ্রহের পরও ৩ উইকেটে হেরে যায়।
১৯৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে কিছুটা চাপে পড়েছিল সিলেট। তবে জাকির হাসান ও রনি তালুকদারের দুর্দান্ত ব্যাটিংয়ে দলটি জয় নিশ্চিত করে। ২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলেন জাকির। পরবর্তীতে অধিনায়ক আরিফুল হকের ১৫ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস সিলেটকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
ঢাকার হয়ে দুটি উইকেট নেন ফরমানউল্লাহ ও শুভাম রানজানে। মোস্তাফিজুর রহমান ৩১ রান খরচ করে ১ উইকেট নেন।
এর আগে, ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন দাস ও মুনিম শাহরিয়ার অর্ধশতকের সাহায্যে ৬ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করেছিল। তবে শেষ পর্যন্ত তাদের বড় সংগ্রহ সিলেটের কাছে অপ্রতুল হয়ে পড়েছিল।