ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৪ নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭৭ রানে হারিয়ে দারুণ সূচনা করল তারা। ব্যাট হাতে শাইনপুকুরের এই জয়ের মূল কারিগর ছিলেন দুই তরুণ ব্যাটসম্যান রায়ান রাফসান রহমান ও অনিক সরকার, যাদের অসাধারণ ইনিংসে দল পেয়েছে ২৯৮ রানের বড় পুঁজি।
প্রথমে ব্যাট করতে নেমে শাইনপুকুরের হয়ে তিন নম্বরে নামা অনিক ৭৮ বলে ৭৭ রানের দারুণ ইনিংস উপহার দেন। অন্যদিকে, অধিনায়ক রায়ান রাফসান ৮১ বলে ৮৭ রান করেন, যেখানে ছিল ৭টি চার ও ৩টি ছক্কার মার। শেষ দিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান মিনহাজুল আবেদিন সাব্বিরের ৩০ ও জুবায়েরের অপরাজিত ৩৯ রানের ইনিংস দলকে এনে দেয় শক্তিশালী স্কোর।
জবাবে পারটেক্স স্পোর্টিং ক্লাবের ব্যাটিং ধসে পড়ে। ওপেনার জয়রাজ শেখ ও জসিম দ্রুত ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। যদিও রুবেল মিয়া ৪০, জাওয়াদ রাওয়ান ৪৬ ও অ্যালেক্স ক্যারে ৬১ রানের লড়াকু ইনিংস খেলেন, তবে তাতে পরাজয় এড়ানো সম্ভব হয়নি। শাইনপুকুরের হয়ে রাফিউজ্জামান রাফি ৩টি এবং আল ফাহাদ ৩টি উইকেট শিকার করেন।
শাইনপুকুরের বড় জয়ে লিগের শুরুটা দুর্দান্ত হলো, যেখানে তরুণ ব্যাটসম্যানদের নৈপুণ্যই ছিল মূল চাবিকাঠি।