চিটাগং কিংসের সঙ্গে এক লাখ ডলারের চুক্তি করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি। কিন্তু এখন পর্যন্ত তিনি পেয়েছেন মাত্র ১৯ হাজার ডলার। বারবার প্রতিশ্রুতি দিলেও পুরো অর্থ পরিশোধ করেনি দলটি। এ নিয়ে হতাশ আফ্রিদি বিসিবির নির্বাচক ফারুক আহমেদকে চিঠি লিখেছেন বলে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর।
চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী অকপটেই স্বীকার করেছেন, আফ্রিদির পুরো অর্থ এখনো দেননি। তবে বিষয়টি লুকানোর কিছু নেই বলে জানান তিনি। সামিরের ভাষায়, “২১ হাজারের মতো পরিশোধ করা হয়েছে। বাকি অর্থও সে পেয়ে যাবে, এমন নয় যে দেওয়া হবে না। তিনি তো এখন আর ক্রিকেটার নন, তাই সময়মতো পেয়ে যাবেন। কোনো বিরোধ নেই, শুধু তাড়াহুড়া করা হচ্ছে।”
তবে বিস্ময়ের বিষয় হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাকি পুরো ঘটনাটি জানেন, কিন্তু তিনি এ নিয়ে কোনো পদক্ষেপ নেননি।