শাহারিয়ার খাঁন আনাস, ১৬ বছর বয়সী শিক্ষার্থী, ৫ আগস্ট পুলিশের গুলিতে শহীদ হন। তার মা, সানজিদা খান, শোক প্রকাশ করে লেখেন, ছেলেকে হারানোর কষ্ট সহ্য করা সম্ভব নয়। আনাসের আদর্শ এবং সাহসিকতা তার মায়ের হৃদয়ে চিরকাল জীবিত থাকবে। ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, এই বিশ্বাসে আনাস দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন। মায়ের হৃদয় থেকে ছেলের স্মৃতি কখনও মুছবে না।