বিপিএল বিতর্ক যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। চট্টগ্রাম কিংস ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ১ লাখ ডলারের চুক্তিতে যোগ দিলেও এখনও সম্পূর্ণ পারিশ্রমিক পাননি তিনি। আফ্রিদির অভিযোগ, তাকে মাত্র ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে, আর বাকি ৮১ হাজার ডলার এখনো বকেয়া।
এই ঘটনা বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জাজনক বলে মনে করছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেছেন, “এটি দুঃখজনক এবং দেশের ক্রিকেটের সম্মানের জন্য বিব্রতকর। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য বিসিবি কার্যকর পদক্ষেপ নেবে।”
তবে বিসিবি সরাসরি এই সমস্যার সমাধান করতে পারবে না, কারণ আফ্রিদি ছিলেন ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কোনো খেলোয়াড় নন। বিসিবি শুধু খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক পরিশোধের দায়িত্ব নেয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ক্ষেত্রে তাদের কোনো লিখিত দায় নেই।
এদিকে, বিসিবির বোর্ড মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং চট্টগ্রাম কিংস মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করার চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন ফাহিম। তবে আফ্রিদি নিজেও এই বিষয়ে উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চাইতে পারেন বলে জানিয়েছেন।
এমন পরিস্থিতি দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভবিষ্যতে এ ধরনের বিতর্ক এড়াতে বিসিবিকে আরও কার্যকর নীতিমালা তৈরি করতে হবে।